কদিন আগেও হাজার হাজার মানুষের পদচারণায় সকাল থেকে রাত অবধি রাজধানীর আগারগাঁওয়ের যে বাণিজ্য মেলা প্রাঙ্গণ মুখর হয়ে থাকতো তা এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামে গত ৯ ফেব্রুয়ারি। ৮ জনুয়ারি শুধু হওয়া মাসব্যাপী এ বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রিমিয়ার প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল, খাবারের দোকানসহ মোট ৬০৫টি বৈধ স্টল ছিল এ মেলায়। এর মধ্যে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল ৪১২টি।