বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে আগে ব্যাট করছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। এবারের আসরে দুই দলেরই এটি প্রথম ম্যাচ।
বিপিএলের এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন মাশরাফি। ইংল্যান্ড বিশ্বকাপের পর বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে আর মাঠে দেখা যায়নি। একই সঙ্গে ম্যাচটি দিয়ে মাঠে ফিরেছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। গেল কয়েকটি সিরিজে ব্যক্তিগত কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
ঢাকা প্লাটুন একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, লরি ইভানস, শহীদ আফ্রিদি, আরিফুল হক, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা ও ওয়াহাব রিয়াজ।
রাজশাহী রয়্যালস : লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।