তামাবিল সংবাদদাতা ;
রোববার সকাল সাড়ে ৮ টায় জাফলং থেকে ছেড়ে আসা সিলেট গামী যাত্রীবাহী বাস সিলেট জ ১১-০১৭৮ তামাবিল স্থলবন্দর এলাকায় পৌছলে বা দিক থেকে রং সাইডে একটি লোকাল ট্রাক ঢাকা মেট্রো ট ১৮-৬২৬৮ চাপ দিলে বাস ড্রাইভার তাৎক্ষণিক ব্রেক করেন। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু বাসের আংশিক কিছু ক্ষতি হয়েছে ।পরে জাফলং বাস ডিপো ম্যানেজার ও লোকাল ড্রাইভার সমিতির আলোচনাসাপেক্ষ বিষয়টি শেষ করা হয়েছে।