নিজ স্টুডিওতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তরুন গায়ক-সুরকার পৃথ্বী রাজ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্টুডিওতে কাজ করার সময় কোন সাড়া না দিলে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রবিবার ভোরে আনুমানিক সাড়ে চারটায় তার মৃত্যু হয়।
পৃথ্বী রাজের সহকর্মী এহসান টিটু জানান, পৃথ্বীরাজ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও বর্তমান সময়ে বেশ সুস্থ হয়ে উঠছিলে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
পৃথ্বীরাজের ছোট ভাই ঋতুরাজ জানিয়েছেন, আজ জোহরের নামাযের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।