হাফেজ নজরুল ,কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুরে রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার নিজেস্ব জায়গায় নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয় । মঙ্গলবার দুপুরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারন সম্পাদক আলাহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের সুযোগ্য সন্তান , মুরাদনগর উপজেলার সম্মানীত চেয়ারম্যান ড,আহসানুল আলম সরকার কিশোর , বিশেষ অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য অসিত বরন সরকার (সংকর) ইউপি সদস্য আব্দুল মোমেন ,মোঃসাদেকুর রহমান ,সাইদুর রহমান সাইদ , উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমার কাজল ,রামচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সফিকুল ইসলাম ,তেমুরিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও,আবু হানিফ সরকার ,হাফেজ আলআমিন , রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার নায়েবে মোহতামিম মাও, বায়েজিদ আহমেদ আল আযাদী ,হাজী বজলুর রহমান মাষ্টার ,আযাদ মাষ্টার ,যুবলীগ নেতা রং মনির ,বাছীর উদ্দীনসহ ছাত্রলীগ ,লীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন , শেষে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ মসজিদের খতিব মাও,জাকির হোসাইন মোনাজাত করেন ।