মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী মির্জাপুর দায়রা’র আয়োজনে হযরত গাউছুলআযম পীরানে পীর দস্তগীর মাহবুবে ছোবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়্যদ মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী (রাঃ) ওফাত দিবস ১১ রবিউস সানি স্মরণে ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন ও হযরত গাউছুলআযম মাইজভাণ্ডারী, বেলায়তে মোতলকায়ে আহমদীর ধারক, মুর্শিদে মোয়াজ্জম, শায়খে মোকাররম, ইমামুল আউলিয়া মাওলানা শাহসূফী সৈয়্যদ আহমদ উল্লাহ (রাঃ) এর বেলাদত দিবস ০১ মাঘ স্মরণে মাসিক ফাতেহা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) পহেলা পৌষ,১৪২৬ বাংলা হাটহাজারী উপজেলার মির্জাপুর দায়রা প্রাঙ্গনে এ ফাতেহা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ইন্জিনিয়ার ফরিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় দারুত্ত্বালিম প্রতিনিধি মাওলানা ওসমান গণি।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোবারক হোসেন, আলী আকবর, মহিম উদ্দিন, মোঃ আলী, মাওলানা জাহাঙ্গীর, মোঃ মুনির, নবী আলম, মোঃ মামুন, সৈয়দ মিনহাজ, শাখাওয়াত কায়ছার, ইমরান হোসেন, মোঃ রাজু, হাফেজ আরিফ কায়ছার, পারভেজ জনি, নেজাম উদ্দিন ও মোঃ খোরশেদ সহ আরো অনেকে ।