Logo
শিরোনাম:
৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ডিপ্রকৌস ঘোড়াশাল শাখার পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অত্র শাখার সদস্য প্রকৌশলী বৃন্দ। আজ মুসলিম সমাজের অন্যতম পবিএ উৎসব। গাজীপুরের শ্রীপুর একটি সুতা কারখানায় অগ্নিকাণ্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক ছেলে-মেয়ে লেখাপড়া শিখে মাঠে যেতে চায় না। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ডিপ্রকৌস ঘোড়াশাল শাখার পক্ষ থেকে সকল ভাষা শহীদদের শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ। মোবাইলের আইএমইআই পরিবর্তন করত অ্যাপসের মাধ্যমে তারা। ব্যবসায়ী রবিউলের মৃত্যু থানা হেফাজতে হয়নি। জিতলে স্যার ডাকতে হবে, তাই হারিয়ে দেওয়া হয়েছে : হিরো আলম। সাংবাদিক রখুনাথকে নিখোঁজের ৭ ঘণ্টা পরে গ্রেপ্তার দেখানো হলো। ভোগড়া বাইপাস মহাসড়কে মোটরসাইকেলে আগুন

শ্রীমঙ্গলে শীতে বিপর্যস্ত চা শ্রমিকরা

শ্রীমঙ্গল প্রতিনিধি:

সারা দেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষরা কাবু হাড়কাঁপানো শীতে । চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। চা বাগানগুলো ঢাকা পড়ছে কুয়াশার চাদরে। শীতের আগমনে প্রকৃতির আচরণ স্বভাবসুলভ হলেও শ্রীমঙ্গলের চা বাগানগুলোর শ্রমিকরা শীতবস্ত্রের অভাবে পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে চা বাগান এলাকাগুলোতে প্রতিদিন কমছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সিলেট বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. আনিস আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই শীত মৌসুমের এ পর্যন্ত সিলেট বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত ৬ ও ১৩ ডিসেম্বর ১১ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে চা শ্রমিকদের যেতে হচ্ছে কাজে। তবে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে কয়েকটি চা বাগানগুলোতে শীতবস্ত্র দেয়া হলেও বেশির ভাগ চা বাগানে এখনো কোনো শীতবস্ত্র পৌঁছায়নি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost
error: এই সাইটের নিউজ কপি করা বেআইনী !!