চলে গেলেন র্কমবীর। দারিদ্র বিমোচন, গ্রামীন উন্নয়ন, মাতৃ-স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন-যত উন্নয়ন দেখি আমরা বাংলাদেশের, সব কিছুর প্রধান কারিগর তিনি। কোন দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একজন মানুষের এতো বিশাল অবদান নজীরবিহীন ও অবিশ্বাস্য। মানুষের মৃত্যুতে মানুষ কাঁদে। আপনার মৃত্যুতে কাঁদব না ড. ফজলে হাসান আবেদ। শুধু পরম বিস্ময় নিয়ে ভাবব কি বিশাল একজন মানুষ ছিলেন আপনি এই লিলিপুটদের দেশে। শ্রদ্ধা, সম্মান, ভালোবাসারও অনকে উপরে আপনার স্থান। অবশ্যই আপনি ভাল থাকবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।