মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী ডাসার গ্রামের সম্ভ্রান্ত সৈয়দ পরিবারের প্রবীণ ব্যক্তি একাধিক বারের নির্বাচিত জননন্দিত সাবেক সফল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মনির আহম্মেদ আজ বৃহস্পতিবার ১১ মার্চ রাত দুই ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন৷ আমরা সকলেই তার রুহের মাগফিরাত কামনা করছি।তার পিতা মরহুম সৈয়দ কবিরুদ্দীন আহমদও দীর্ঘকাল ডাসারের প্রেসিডেন্ট ও পরে চেয়ারম্যান ছিলেন।ডাসার ডিকে আইডিয়াল একাডেমি ও ডাসার হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় মরহুম আবদুল মান্মান ঠাকুরের একাত সহযোগী ছিলেন। মহান আল্লাহ সুবহানাহু অতাআলা যেন মরহুম মনির আহমেদকে জান্নাতের উঁচু মাকাম দান করেন ৷