আমরা গভীর বেদনার সাথে জানাচ্ছি যে, সাপ্তাহিক বিশ্ব বাংলার সম্পাদক ও প্রকাশক মো: নাহিদ সরকার মিল্টন, আজ বিকাল সারে পাঁচটায় আমাদের সকলকে শোক সাগরে ভাসিয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না—-রাজিউন)। তার জানাজার নামাজ আগামীকাল শনিবার সকাল ১১টায় তার নিজবাড়ি নাউজোরে অনুষ্ঠিত হবে।
——- মাতৃবাংলা ২৪ টিভি পরিবার——-