Logo
শিরোনাম:
গাজীপুরে নিখোঁজের ৫ দিনপর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার। চাঁদাবাজি মামলায় ৩য় বারের মত সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন যুবদল নেতা মিলন ও ৫ সহযোগী। জমি রেজিস্ট্রির টাকা আত্মসাৎ করে পলাতক,প্রতারণার মামলায় আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সাঘাটায় জোরপূর্বক জলাশয় দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীকে মারপিট। শ্রীপুরে শিক্ষার্থীরা পেল ৪ হাজার চারা গাছ। শিল্পী পুতুল সাজিয়া সুলতানার আসছে পুতুলগান ‘পুতুলজন্ম’  টঙ্গী প্রেসক্লাবে বর্ণিল ফল উৎসবে সাংবাদিকদের মিলনমেলা। গাজীপুরের স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে স্বামী নরসিংদীর রায়পুরায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ।   গাজীপুরে চাঁদাবাজি ও অনৈতিক কার্যকলাপে অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার।

অভয়নগর নুর আলী মেম্বার হত্যার যোগসূত্রে সিদ্ধিরপাশা থেকে অস্ত্রসহ আটক-০২

১) গ্রেফতার ও উদ্ধারের সংক্ষিপ্ত বিবরণঃ
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাসের নেতৃত্বে ডিবি’র একটি চৌকস টিম অভয়নগর শুভরাড়া ইউপি সদস্য নুর আলী শেখের হত্যা মামলা তদন্তকালে গত ১১/০৩/২০২১খ্রিঃ গোপন সংবাদ পান যে, নুর আলী শেখের সহচর অভয়নগর থানাধীন ইছামতি গ্রামের ফারুক খান, পিতা-হাসান আলী খানকে কে বা কাহারা একটি মোবাইল নম্বর থেকে ফোন করে নুর আলী শেখের মতো তাকেও হত্যা করা হবে মর্মে হুমকি দেয়।

উক্ত মোবাইর নম্বরের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্দিরপাশা নাউলী আড়পাড়া এলাকায় ১২/০৩/২০২১খ্রিঃ রাত্র ০০.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে হুমকি দেওয়া মোবাইল নম্বর ও ফোন উদ্ধারসহ ০২ যুবককে আটক করে।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে ০১ টি দেশীয় তৈরি শাটারগান, ০২টি রাম দা ও ০৩টি মোবাইল ফোন জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ০২জন হুমকির কথা স্বীকার করে। অবৈধ অস্ত্রগুলি উদ্ধার সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে এজাহার দায়ের করলে অভয়নগর থানার মামলা নং-২৪, তাং-১২/০৩/২১খ্রিঃ, ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ও (চ) রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলী শেখ মেম্বারের হত্যা সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য ও জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেছে। থানা পুলিশ ও ডিবি জড়িত আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রেখেছে।

২) গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ
১। মোঃ সুলতান গাজী(২৮), পিতা-মোঃ গফফার গাজী, সাং-নাউলী আড়পাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর।
২। ফুরকান আকুঞ্জি(৩০), পিতা-মোসলেম আকুঞ্জি, সাং-নাউলী উত্তরপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর।

৩) উদ্ধারকৃত আলামতঃ
১। ০১(এক) টি দেশীয় তৈরি শাটারগান।
২। ০২(দুই)টি রাম দা।
৩। ০৩টি মোবাইল সেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost