বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি,বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১০(দশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম গতকাল ইং-১৩/০৩/২০২১ তারিখ দুপুর ১৮.০৫ ঘটিকার সময় বগুড়া শাহজাহানপুর থানাধীন শাকপালা শরিফ সিএনজি পাম্প সামনে পারা রাস্তা হইতে ১০ (দশ) গ্রাম আসামী রিপন প্রাং (২৬) পিতা-জলিল প্রাং সাম- সাতচুয়া থানা-গাবতলী ,জেলা-বগুড়াকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।
প্রয়োজনে-01320-126903.