ইসলামি পণ্ডিত, অধ্যাপক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আন্তর্জাতিক ইসলামি বক্তা মামুনুল হক। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই ইসলামিক বক্তা।
নতুন খবর হচ্ছে, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে সিলেট নগরী। সমাবেশ, মানববন্ধন, মিছিলসহ নানা কর্মসূচি থেকে এই ঘটনার জন্য হেফাজত নেতা মামুনুলকে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে।
শাল্লার ঘটনার প্রতিবাদে আজ সিলেটে বিভিন্ন কর্মসূচি পালন করেছে দুষ্কাল প্রতিরোধে তারা, অসাম্প্রদায়িক নাগরিক, হাওর উন্নয়ন পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন।