যুব সমাজ আজ অনেক নষ্ট হতে চলেছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেতে হবে।না হলে দেশ ও যুব সমাজ কে রক্ষা করা সম্ভব হবে না।যেই হোক না কেন যত ক্ষমতা শালি হোক বা যে কোন দলীয় লোক হোক যারা মাদকের সাথে জড়িত আছে তাদের কে কোন ছাড় দেওয়া হবে না।অবশ্যই আইনের আওতায় আনা হবে ।আজ এই যুব সমাজের মাদকের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সৈয়দ মোঃ আলমগীর হোসেন
সভাপতি , বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ গাজীপুর মহানগর।
মোঃ তনু উদ্দিন তনু
সহ সভাপতি , বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ গাজীপুর মহানগর।
মোঃ শাহাদাত হোসেন
যুগ্ন সাধারণ,সম্পাদক বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ গাজীপুর মহানগর।
মোঃ সুমন মিয়া
সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ গাজীপুর মহানগর।
আরো উপস্থিত ছিলেন
মোঃ রুবেল মিয়া
এ এস আই -বাসন থানা ,
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও তার সহযোগীরা।
এস এ আশিক
সহ প্রকাশক , মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ-মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাই-matribangla.com
ইউটিউব-মাতৃবাংলা ২৪ টিভি