স্টাফ রিপোর্টার,
মোঃ এমদাদুল হক!
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ী ঘাট এলাকা থেকে ৪৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন থানা পুলিশ। এই ঘটনাটি ঘটে শনিবার বিকেল ০৩. ৩৫ ঘটিকার সময় ধুনট উপজেলার শহরাবাড়ী ঘাট এলাকায়। গ্রেফতারকৃত অাসামী হলেন : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পূর্ব ধারা বর্ষা গ্রামের মৃত; সোহরাফ অাকন্দর ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৫), ও উপজেলার চরমাঝিড়া গ্রামের জলিল মুন্সীর ছেলে সাইফুল শেখ (৪০) কে ৪৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন থানা পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা যায় যে, শনিবার বিকেল ০৩.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালার নেতৃত্বে, ওসি ( তদন্ত) জাহিদুল হকের বিশেষ তদন্তে, এস,অাই মজিবর রহমান, এস,অাই শ্রী- প্রদ্বীপ কুমার বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে এক মাদক অভিযান চালিয়ে শহরাবাড়ী ঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান ও সাইফুলকে গ্রেফতার করেন । গ্রেফতারের পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য অাইনে মামলা দিয়ে বিজ্ঞ অাদালতে প্রেরণ করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন দুই জন মাদক ব্যবসায়ীর নিকট থেকে৪৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত অাছে ।
সহ প্রকাশক,
এস এ আশিক,
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ: মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট: matribangla.com
ইউটিউব: মাতৃবাংলা ২৪ টিভি