আজ আমার কলিজার টুকরার পৃথিবীর প্রথম শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়েছে। আমি আমার কলিজার টুকরার পৃথিবীর জন্য সব সময়ের জন্য শুভ কামনা করছি পৃথিবী যেন মানুষের মত মানুষ হয়ে বড় হতে পারে এবং মানব জাতির জন্য আমাদের সবার মধ্যে ভালো কিছু উপহার দিতে পারে। এ প্রত্যাশা রইল তোমার জন্য পৃথিবী । আপনারা আমার পৃথিবীর জন্য দোয়া করবেন।
আজ পৃথিবীর প্রথম শুভ জন্মদিন উপস্থিত ছিলেন,
অনিক সরকার
সাবেক সদস্য, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ছাত্রলীগ।
সাবেক সহ-সভাপতি গাজীপুর মহানগর ছাত্রলীগ।
সৈয়দ মোঃ আলমগীর হোসেন
সভাপতি, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ গাজীপুর।
রনি সরকার
যুবলীগ,গাজীপুর মহানগর।
আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় ছোট ভাই,
শিমুল আনন্দ
সিনিয়র সহ-সভাপতি,
মুক্তিযুদ্ধ মন্স বাসন থানা কমিটি গাজীপুর মহানগর।
মোঃ সুমন মিয়া
সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ গাজীপুর মহানগর।
আরো উপস্থিত ছিল,
আমার সাংবাদিক সহ কর্মীরা,মোঃ শাকিল হাসান পাপ্পু,সাধারণসম্পাদক,বাংলাদেশ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বাসন থানা,গাছা থানা ও জয়দেবপুর থানা কমিটি গাজীপুর মহানগর। মোঃ মনজুরুল সরকার, দৈনিক সমাচার গাজীপুর জেলা ক্রাইম রিপোর্টার। মোঃ রাজু আহমেদ ফটো সাংবাদিক। মোঃ খোকা সভাপতি উপকুল মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গাজীপুর জেলা শাখা।এফ,সি দাস মানবাধিকার খবর। মোঃ আলী হোসেন মাতৃবাংলা ২৪ টিভি।
আরো অনেকে উপস্থিত ছিল আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা সবাই আমাকে অনুষ্ঠানে সহযোগিতা করেছে । আমার পক্ষ থেকে সবার জন্য শুভ কামনা রইল।
পৃথিবীর শুভ জন্মদিন পরিচালনা করেছে,
আমার অনেক কাছের আদরের ছোট ভাই মোঃ রিপন ইসলাম।
ক্যামেরায় সহযোগিতা করছে মোঃ লিয়ন ইসলাম।
সৌজন্যে:
এস এ আশিক
সহ প্রকাশক,
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট: matribangla.com
ইউটিউব:মাতৃবাংলা ২৪ টিভি