মোঃ শাকিল হাসান পাপ্পু গাজীপুর থেকে-
দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী রেজা কে,গত ২৫শে মার্চ২০২১ইং তারিখে কুড়িগ্রাম জেলা থেকে গ্রেফতার করে বাসন-থানা পুলিশ।
তিনি গাজীপুর মহানগরের স্থানীয় বাসিন্দা,বাসন- থানাধীন ভোগড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম রেজা কে, অত্যন্ত কৌশলে ও প্রযুক্তির মাধ্যমে, গাজীপুর বাসন থানার, এ এস আই মোঃ নাজমুল হক তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকা হইতে গ্রেফতার করে ওয়ারেন্ট ভুক্ত আসামী রাজা কে।
গাজীপুর বাসন থানার, এ এস আই মোঃ নাজমুল হক জানান,তাহার বিরুদ্ধে ১টি সাজা,১ বছর সশ্রম কারাদণ্ড ও ১৫,০০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ডে দন্ডিত এবং ৩ টি অন্যান্য ওয়ারেন্ট রয়েছে। উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবত বাসন-থানা এলাকার বাহিরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকা হইতে তাকে গ্রেফতার করে।
সহ প্রকাশক,
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট: matribangla.com
ইউটিউব:মাতৃবাংলা ২৪ টিভি