গাজীপুর মহানগর মহিলা শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র,গাজীপুর মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়।সংক্ষেপে লোকজন মহিলা জেল খানা হিসেবে চিনে। অত্র জেলখানার ক্লিনার হানিফ বলল আনুমানিক গতকাল রাত ১২ টার পরে আবাসনের পিছন সাইট দিয়ে কৌশলে প্রাচীর উপরে উঠে সবার ওড়না নিয়ে যৌথ ভাবে রশি বানিয়ে তার মাধ্যমে আসামী প্রাচীর পাড় হয়ে পালিয়ে যায়।আরো জানা যায় ১৪ জনের মধ্যে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে ৭ জন্য গ্রেপ্তার করেছে পুলিশ বাকি সাত গ্রেপ্তারের জন্য আইন প্রকিয়া চলতেছে। সে আরো বলল মোট ১৪ জন মহিলা কয়েদি পালিয়েছে। গাজীপুর মহানগর, বাসন থানাধীন ১৭নং ওয়ার্ড মোগরখাল গাজীপুর সিটি করপোরেশন!
সহ প্রকাশক
এসএ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ: মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট: matribangla.com
ইউটিউব:মাতৃবাংলা ২৪ টিভি