জনাব মোঃ লুৎফর রহমান ( বাবর )মহোদয়ের ভিডিও সাকার দিয়েছেন তিনি মাতৃবাংলা ২৪ টিভি ।
আজ ০৯/০৪/২০২১ ইং তারিখে কোভিড-১৯ নিয়ে তিনি বলেন মহামারী কোরোনা দেশে মারাত্মক আক্রমণ করেছে। আমরা সবাই সরকারের নির্দেশ মেনে চলবো । সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো মাক্স পরবো দূরত্ব বজায় রেখে চলাফেরা করব এবং নিম্নোক্ত ২০ সেকেন্ড হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করব। সরকারের দেওয়া লকডাউন আমরা সবাই মেনে চলবো তাহলে হয়তোবা আমরা কোভিড -১৯ রক্ষা পাবো। তিনি আরো বলেন এশিয়া ছিন্নমূল মানবঅধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কর্মীরা সবাই অসহায় ও দরিদ্র মানুষের পাশে আমরা সব সময় থাকবো। আমরা প্রতি বছর এশিয়া ছিন্নমূল মাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মাহে রমজান মাসে অসহায় দরিদ্র মাঝে ইফতারি বিতরণ করে থাকি ,ইনশাআল্লাহ আমরা এ বছর ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করব। এবং বিভাগীয় -পরিচালক (ময়মনসিংহ) জনাব মোঃ লুৎফর রহমান ( বাবর) সাহেব এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ,আগামী অগ্রিম মাহে রমজানের সকল শ্রেণীর প্রতিটি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান!
সহ প্রকাশক,
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:- matribangla.com
ইউটিউব চ্যানেল:- মাতৃবাংলা ২৪ টিভি