এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাসিনো এবং অনলাইন ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল ২০২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে আশুলিয়া থানাধীন বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ইং ১২/০৪/৩০২১ তারিখ ১৬.০০ ঘটিকা হতে ২০.৩০ ঘটিকা পর্যন্ত উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ০৬ সেট প্লেয়িং কার্ডসহ ০১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪টি মোবাইল এবং নগদ ৯৩,০০০/-টাকাসহ নিম্নোক্ত ২৫ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ
(১) মোঃ মোতালেব(১৯) জেলা- সিরাজগঞ্জ।
২। মোঃ জহিরুল ইসলাম(৩৮) জেলা- নাটোর।
৩। মোঃ সবুর মন্ডল(৪০),জেলা – নওগা।
৪। মোঃ জাকির হোসেন(২৮)জেলা- নোয়াখালী।
৫। মোঃ ইলিয়াস(৩২) জেলা- মাদারীপুর।
৬। মোঃ কামাল শিকদার(৩৫) জেলা-গোপালগঞ্জ।
৭। মোঃ রবিউল ইসলাম(৩৬) জেলা- গোপালগঞ্জ।
৮। তৌফিক হোসেন (২৬) জেলা- নওগাঁ।
৯। মোঃ আবুল হোসেন(২৬) জেলা- পিরোজপুর।
১০। মোঃ রিপন মিয়া(৪০) জেলা- কুড়িগ্রাম।
১১। মোঃ মিলন রায়(৪৫) জেলা- জামালপুর।
১২। মোঃ আবুল কালাম(৩৯), জেলা- নওগাঁ।
১৩। মোঃ সুহাগ লস্কর(২৯), জেলা- গোপালগঞ্জ।
১৪। মোঃ আজিজুল (৩৫) জেলা- মাদারীপুর।
১৫। মোঃ রহিদুল বাঘ(২৫) জেলা- নওগাঁ।
১৬। শহিদ প্রমানিক(৩৫) জেলা- রাজশাহী।
১৭। মোঃ আলমগীর(২৫) জেলা- সিরাজগঞ্জ।
১৮। মোঃ সাজ্জাদ হোসেন(৪০) জেলা- নওগা।
১৯। মোঃ বেলাল শেখ (৪৫) জেলা- বগুড়া।
২০। মোঃ রাজু(২৮) জেলা- নওগা।
২১। মোঃ রবিউল হোসেন(৪০)জেলা- রাজশাহী।
২২। মোঃ শাহ আলম(৪৫) জেলা- ঢাকা।
২৩। মোঃ সাগর(২০) জেলা- জয়পুরহাট।
২৪। মোঃ মজিবুর রহমান(২০) জেলা- কুমিল্লা।
২৫। মোঃ সুহেল (১৮)জেলা- গাইবান্ধা।
গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র্যাব-৪ এর ক্যাসিনোসহ অনলাইন ক্যাসিনো বিরোধী নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
সহ- প্রকাশক,
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:-মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:-matribangla.com
ইউটিউব চ্যানেল:-মাতৃবাংলা ২৪ টিভি