Logo
শিরোনাম:
এক পিকআপ খুঁজতে গিয়ে মিললো। গাজীপুর নেশাগ্রস্ত বাবাকে খুন করলেন ছেলে। গাজীপুর শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত। ত্রিশালে ফিলিং স্টেশনের মালিকানা নিয়ে দুই সহদরের দন্দ। বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার ২২২ বোতল ফেনসিডিলসহ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদদের প্রতি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাতৃবাংলা অনলাইন পত্রিকার মাননীয় চেয়ারম্যান মোঃ মাহবুব আলম এর। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে। অনলাইন পত্রিকার মাননীয় চেয়ারম্যান মোঃ মাহাবুব আলমের শ্রদ্ধীয় জ্যাঠা বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম হজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহার জন্য সবার কাছে দোয়া চাইলেন অনলাইন পত্রিকার মাননীয় জরুরী বিজ্ঞপ্তি সকল সংবাদ কর্মীদের অবগতির জন‍্য জানানো যাচ্ছে।

র‌্যাব-৪ এর অভিযানে ঢাকা জেলার আশুলিয়া এলাকায় মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ২৫ জন গ্রেফতার!

 

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাসিনো এবং অনলাইন ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল ২০২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে আশুলিয়া থানাধীন বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ইং ১২/০৪/৩০২১ তারিখ ১৬.০০ ঘটিকা হতে ২০.৩০ ঘটিকা পর্যন্ত উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ০৬ সেট প্লেয়িং কার্ডসহ ০১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪টি মোবাইল এবং নগদ ৯৩,০০০/-টাকাসহ নিম্নোক্ত ২৫ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

(১) মোঃ মোতালেব(১৯) জেলা- সিরাজগঞ্জ।
২। মোঃ জহিরুল ইসলাম(৩৮) জেলা- নাটোর।
৩। মোঃ সবুর মন্ডল(৪০),জেলা – নওগা।
৪। মোঃ জাকির হোসেন(২৮)জেলা- নোয়াখালী।
৫। মোঃ ইলিয়াস(৩২) জেলা- মাদারীপুর।
৬। মোঃ কামাল শিকদার(৩৫) জেলা-গোপালগঞ্জ।
৭। মোঃ রবিউল ইসলাম(৩৬) জেলা- গোপালগঞ্জ।
৮। তৌফিক হোসেন (২৬) জেলা- নওগাঁ।
৯। মোঃ আবুল হোসেন(২৬) জেলা- পিরোজপুর।
১০। মোঃ রিপন মিয়া(৪০) জেলা- কুড়িগ্রাম।
১১। মোঃ মিলন রায়(৪৫) জেলা- জামালপুর।
১২। মোঃ আবুল কালাম(৩৯), জেলা- নওগাঁ।
১৩। মোঃ সুহাগ লস্কর(২৯), জেলা- গোপালগঞ্জ।
১৪। মোঃ আজিজুল (৩৫) জেলা- মাদারীপুর।
১৫। মোঃ রহিদুল বাঘ(২৫) জেলা- নওগাঁ।
১৬। শহিদ প্রমানিক(৩৫) জেলা- রাজশাহী।
১৭। মোঃ আলমগীর(২৫) জেলা- সিরাজগঞ্জ।
১৮। মোঃ সাজ্জাদ হোসেন(৪০) জেলা- নওগা।
১৯। মোঃ বেলাল শেখ (৪৫) জেলা- বগুড়া।
২০। মোঃ রাজু(২৮) জেলা- নওগা।
২১। মোঃ রবিউল হোসেন(৪০)জেলা- রাজশাহী।
২২। মোঃ শাহ আলম(৪৫) জেলা- ঢাকা।
২৩। মোঃ সাগর(২০) জেলা- জয়পুরহাট।
২৪। মোঃ মজিবুর রহমান(২০) জেলা- কুমিল্লা।
২৫। মোঃ সুহেল (১৮)জেলা- গাইবান্ধা।

গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এর ক্যাসিনোসহ অনলাইন ক্যাসিনো বিরোধী নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সহ- প্রকাশক,

এস এ আশিক

মাতৃবাংলা ২৪ টিভি

আপডেট নিউজ পেতে,

পেইজ:-মাতৃবাংলা ২৪ টিভি

ওয়েবসাইট:-matribangla.com

ইউটিউব চ্যানেল:-মাতৃবাংলা ২৪ টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost
error: এই সাইটের নিউজ কপি করা বেআইনী !!