মাতৃবাংলা ২৪ টিভির প্রতিবেদন:-
আজ ১৮/০৪/২০২১ ইং রোজ রবিবার, সময় বিকাল আনুমানিক ৩টা ৪০ মিনিট মোঃ আব্দুল হামিদ (৬৪) কে লোহার সাবোল দিয়ে মাথায় ও ডান হাত ও বাম হাতে মার ধার করে ঘটনাস্থল ১৪ নং ওয়ার্ড বাসন ,কাউন্সিলর অফিস রোড সংলগ্ন ,গাজীপুর সিটি করপোরেশন। তার আপন বড় ভাই (১)মোঃ ইউনুছ (৬৮) তার হাতে ছিল লোহার সাবোল (২) মোঃ আমজাদ হোসেন (২৬) তাহার হাতে ছিল পিস্তল ( ৩) মোঃ আনোয়ার হোসেন (৩৭) তাহার হাতে ছিল কাঠের এক বড় লাঠি। বর্তমানে মোঃ আব্দুল হামিদ এখন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। তার মাথায় বর্তমান ১০ টি সেলাই রয়েছে।
আরো আমরা জানতে পারি, মোঃ আব্দুল হামিদ স্ত্রী মোছাঃ নুরজাহান (৫০) বলেন আমার ৯ শতাংশ জমি এটা আমার বাবার বাড়ির অংশ, এটা আমার স্বামী বা শশুর বাড়ির অংশ না। কিন্তু মোঃ ইউনুছ আমার ভাসুর গায়ের জোর দেখিয়ে বিভিন্ন ধরনের মারধরের হুমকি দিয়ে থাকে আমার পরিবারকে, যদি আমরা কোন থানা প্রশাসন জানাই তাহলে ইউনুস ও তার দুই ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ও আমজাদ হোসেন আমাদেরকে মেরে ফেলবে।তাই আজ আমার স্বামী মোঃ হামিদ ,শহীদ তাজউদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা করছেন। আমরা যেন সু-বিচার পাই এবং অতি তাড়াতাড়ি আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসে।
সহ- প্রকাশক,
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:-matribangla.com
ইউটিউব চ্যানেল: -মাতৃবাংলা ২৪ টিভি