মাতৃবাংলা ২৪ টিভির ডেস্ক রিপোর্ট:-
গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দা শাহীতাজ বারী তিনি বলেন,
আমার পাশের বাড়ির মানুষ যদি না খেয়ে থাকে, তাহলে আমার ভালো-মন্দ খাবারের কি মূল্য আছে।
আমি যদি মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কিছু না করতে পারি ,অসহায় মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি, তাহলে আমার জীবন মুল্যহীন।
যদি আল্লাহ মহান রাব্বুল আলামিন এই হিসাব, কাল হাশরের দিন আমার কাছে চায় আমি কি জবাব দিব,
তাই ভেবে আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত অসহায় মানুষের যেনো সেবা করে যেতে পারি, আল্লাহর কাছে আমি সব সময় এই প্রার্থনা করি।
আমি সাধারণ মানুষের পাশে যে কোন বিপদে আপদে আমার সাধ্য অনুযায়ী যেনো সাহায্য ও সহযোগীতা করতে পারি,,
তাই আমি আমার কাজের উৎস হিসেবে বেছে নিয়েছি ২০১৭ সালে এই মৌমাছি খামার।
আজ আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়াই,এই মৌ খামার করে ব্যাপক সফলতা অর্জন করেছি।
সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আমি সব সময় সাধারণ মানুষের জন্য চিন্তা করি সৈয়দা শাহীতাজ বারী আরো বলেন,
এই খামারে বেশকিছু অসহায় আছে যারা বাহিরে কোন বাড়ির কাজ করতে পারে না, তাদের মত বেশ কিছু মানুষ এখানে কর্ম করছেন,
এবং এই প্রচেষ্টা ফুটকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি,
এবং আমার এখান থেকে আমি সমাজে অসহায় মানুষের জন্য কিছু করতে চাই আল্লাহ পাক যদি আমাকে সেই তৌফিক দান করেন।
আমার বুঝ হওয়ার পর থেকে আমি কখনো অন্যান্যদের মত আরাম আয়েশে চলার চেষ্টা করি নাই এবং বাকি জীবনে করব না।
আমি কখনো বিলাসিতা পছন্দ করিনা ,পছন্দ করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের সুখ-দুঃখ নিজের মাঝে জড়িয়ে রাখতে।
তাই আমি আপনাদের কাছে একটি কথা বার বার বলবো আমরা সকলে মানুষ – আল্লাহর সৃষ্টির সেরা জীব।
আমরা যেন সকল মানুষের সেবা করতে পারি আমরা সকলেই ভাই-ভাই আমাদের কোনো বিভেদ নাই।
সৈয়দা শাহীতাজ বারী তিনি ইতিমধ্যে এই বছর ২০২১ সালে সফল মৌখামারী হিসেবে বেগম রোকিয়া পদক পেয়েছেন।
এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্র থেকে একে একে আরো সাতটি সম্মাননা স্বারক পেয়েছেন তিনি।
সহ প্রকাশক,
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:-মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:-matribangla.com
ইউটিউব চ্যানেল:- মাতৃবাংলা ২৪ টিভি