Logo
শিরোনাম:
মাথা গোজার ঠায় নেই, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে শহিদুলের পরিবার। গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লা অস্ত্রসহ গ্রেপ্তার। দোহারে বিভিন্ন বাজারে অভিযান ৬০ কেজি জাটকা জব্দ। গাজীপুরে ৫ মণ মাংসসহ জীবিত উদ্ধার ৩৭ ঘোড়া উদ্ধার। আব্দুল্লাহপুর-টঙ্গী-তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন। গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩ গাজীপুরে বিএনপি’র ৪টি আসনের প্রার্থী ঘোষণা, ২ টি আসনের এখনো রয়েছে রহস্যে ঘেরা। ২৩৭ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা,গাজীপুরে মনোনয়ন পেলেন যারা.. দোহারে র‍্যাব-১০ এর অভিযানে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কুয়াকাটায় নির্বাচন কমিশনার মো:আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছি”।

বাসন থানা কর্তৃক”অপহরণকৃত ৩.৫ বছরের শিশু সন্তান উদ্ধার ও আসামী গ্রেপ্তার!

মাতৃবাংলা ২৪ টিভির ডেস্ক রিপোর্ট:-

বাদী ঝুমুর বিশ্বাস(২৫) স্বামী লিটন বিশ্বাস, সাং-জামির বাড়ি, থানা উজিরপুর, জেলা বরিশাল, বর্তমান সাং- তেলিপাড়া (আ: খালেক এর বাড়ি ভাড়াটিয়া) থানা বাসন, জিএমপি _গাজীপুর তাহার স্বামী-সন্তান নিয়ে বসবাস করে। আসামি ১। মোঃ সিরাজ (২২) পিতা মোঃ বাবুল,সাং- মানিকদির পশ্চিমপাড়া, থানা গৌরীপুর ,জেলা-ময়মনসিংহ বর্তমান সাং-ইটাহাটা (মোঃ আসাদ এর বাড়ির ভাড়াটিয়া) থানা বাসন, জিএমপি গাজীপুর এবং পলাতক আসামি ২। মোঃ রহমত উল্লাহ (২৬) পিতা মোঃ মিজানুর রহমান সাং- গুগুন্ডা, গুগুন্ডাপুর থানা- মুরাদনগর , জেলা- কুমিল্লা বর্তমান সাং- তেলিপাড়া (আব্দুল খালেক এর বাড়ির ভাড়াটিয়া) থানা- বাসন জিএমপি গাজিপুর গত ০৩/০৪/২০২১ খ্রি: তারিখ ২ নং আসামী বাদীর বর্তমান বাসার পাশের রুমের ভাড়াটিয়া হিসাবে ওঠে। সেই সুবাদে তাদের সাথে আসামির পরিচয় হয়।২ নং আসামী মাঝে মধ্যে বাদীর মেয়েকে কোলে নিয়ে আদর করিত। ইং ২৭/০৪/২০২১ খ্রি: তারিখ বেলা ১১.০০ ঘটিকার সময় ২ নং আসামী ১ নং আসামী কে সাথে নিয়ে বাদীর বর্তমান বাসায় আসিয়া তাদের মেয়েকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলিয়া বাদীর  কাছ থেকে নিয়ে যায়। প্রায় এক ঘন্টা অতিবাহিত হওয়ার পরও বাদীর মেয়েকে (ভিকটিম) নিয়ে বাসায় ফেরত না আসায় বাদী বাসার আশেপাশে দোকানের সামনে খোঁজা খুঁজি করে পায় না। পরবর্তীতে দুপুর আনুমানিক ১.৩০ মিনিট সময় আসামিরা বাদীর স্বামীর ফোনে ফোন করিয়া (৫০,০০০) টাকা মুক্তিপণ দাবি করিয়া বলে যে , উক্ত ২ নং আসামীর রুমে জানালার চিপায় একটি চিঠি আছে ,যাহাতে লেখা আছে যে , আসামীরদের দাবিকৃত ( ৫০,০০০ ) হাজার টাকা না দিলে ভিকটিমকে মেরে ফেলবে। বাদীর স্বামী কোন উপায় না দেখিয়া তাদের মেয়ের জীবন রক্ষার্থে আসামিদের দেওয়া মোবাইল এর নগদ একাউন্ট, 01946466470 নাম্বারে 01849996999 হইতে (৫০০০) হাজার টাকা পাঠায় । উক্ত টাকা পাঠানোর পরেও বাড়ির মেয়েকে না ছাড়ায় পুনরায় আরো টাকা দাবি করায় বাদীর স্বামী  নিরুপায় হইয়া অত্র বাসন থানা , পুলিশকে ঘটনাটি অবহিত করে, বাসন থানা পুলিশ তাৎক্ষণিক উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাবিক তত্ত্বাবধানে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করিয়া ২৪ ঘন্টার মধ্যে অপহরণকৃত শিশুকে উদ্ধারসহ অপহরণকারীর মুল-হোতা আসামি মোঃ সিরাজ (২২) কে অদ্য দুপুর ১২.৩০ ঘটিকার সময় বাসন থানাধীন ইটাহাটা এলাকায় থেকে গ্রেফতার করতে সক্ষম হয়, এস আই মোঃ কামরুল ইসলাম,বাসন থানা, জিএমপি -গাজিপুর।

মোঃ কামরুল ফারুক

বিপি নং:- ৭২০১০৩৩৮৩৭

অফিসার ইনচার্জ

বাসন থানা, জিএমপি -গাজীপুর

 

 

 

সহ প্রকাশক,
এস এ আশিক
মাত‌বাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:- matribangla.com
ইউটিউব চ্যানেল:- মাতৃবাংলা ২৪ টিভি
ই-মেল:- matribanglanews@gmail.com

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost