Logo
শিরোনাম:
গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর চৌরাস্তা ময়মনসিংহ রোটে ট্রাকের নিচে মটর সাইকেল। গাজীপুর মহানগরীর সামান্তপুরে এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। গাজীপুরে গজারিয়া পাড়া বস্তবাড়িতে আগুন লেগে ৫ টি ঘর পুড়ে ছাই। গাজীপুরের ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর চৌরাস্তা   ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে। গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করেছে ব্যাব-১। গাজীপুর শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন শ্রীপুর উপজেলা প্রশাসন। ২২ নং ওয়ার্ড বাংলাবাজারে রমজান মাসে চলছে অবৈধ মেলার রমরমাট ব্যবসা। কলেজে প্রবেশের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণ করার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকতার পরিচয়ে অভিনব কায়দায় চাঁদা দাবি গ্রেফতার:-

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকতার পরিচয়ে অভিনব কায়দায় চাঁদা দাবী,গ্রেপ্তার-৪

ছবি,গ্রেপ্তার-৪ সাংবাদিক

ছবি,গ্রেপ্তার-৪ সাংবাদিক
 

মাতৃবাংলা ২৪ টিভির ডেস্ক রিপোর্ট:-

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের একব্যবসায়ীর  গুদামঘরে পাঁচটি ককটেল উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। জানা যায় সাংবাদিক পরিচয়দানকারী তিন যুবক ও এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।পুলিশের হেফাজতে নেয়া সাংবাদিক পরিচয়দানকারীরা হলেন-দিনাজপুরের সদর উপজেলার মধ্যে বালুবাড়ী গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. তানভীর আহম্মেদ (৪০), বরিশালের বাকেরগঞ্জ থানাধীন আফালকাটি গ্রামের শেখ মো. রুহুল আমীনের ছেলে শেখ মাহমুদুল হাসান (৩১), নাটোরের লালপুর থানার টিটিআই লালপুর গ্রামের মশিউর রহমানের ছেলে মাহমুদুর রহমান (২৫) ও বরগুনার পাথরঘাটা থানার গেয়ানপাড়া গ্রামের বসিরুল হক বাদলের মেয়ে রহিমা আক্তার মুক্তা (২৪)।

 

বরমী বাজারের ব্যবসায়ী কফিল উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে অপরিচিত এক ব্যক্তি আমার গুদাম ঘরে পাইকারী দামে চুন কেনার কথা বলে দরদাম ঠিক করেন এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ আমার দোকানে রেখে কিছুক্ষণ পর এসে চুন ও ব্যাগ নেবেন বলে জানান। এর কিছুক্ষণ পর এক নারীসহ তিন যুবক সাংবাদিক পরিচয়ে এসে  আগ্রাসী দৃষ্টিভঙ্গিতে কথা বলতে ও এদিক সেদিক কিছু একটা খুঁজতে শুরু করেন। পরে ওই ব্যক্তির রেখে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ককটেল পাওয়ার কথা জানিয়ে উল্টাপাল্টা ছবি উঠানো শুরু করেন। এক পর্যায়ে তারা ভয়ভীতি দেখিয়ে আট লাখ টাকা দাবি করেন।এ খবর শুনে অন্যান্য ব্যবসায়ীরা এসে ভিড় করেন।
কফিল উদ্দিন আরও বলেন, স্থানীয় সাংবাদিক মো. রাকিবুল হাসানের সহায়তায় তারা আমাকে ফাঁসানোর জন্যই দোকানে ককটেল রেখে টাকা দাবি করেছিলেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া জানান, জাতীয় সেবা নম্বর ৯৯৯-এর প্রাপ্ত তথ্যানুযায়ী ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে,ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় তাদের পুলিশি হেফাজতে থানায় নিয়ে যান।
স্থানীয়রা জানান কফিল উদ্দিন প্রায় ৫০ বছর ধরে এ বাজারে পান-চুনের ব্যবসা করে আসছেন। শান্তশিষ্ট লোক হিসেবে তার পরিচিতি রয়েছে। তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ এ পর্যন্ত কেউ করেননি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আজকের আলোকিত সকালের সম্পাদক ও প্রকাশক মো. মোখলেছুর রহমান বলেন,‘পুলিশি হেফাজতে থাকা তানভীর বিশেষ প্রতিনিধি,শেখ মাহমুদুল হাসান, মাহমুদুর রহমান ও রহিমা আক্তার মুক্তা স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। আলোকিত সকালের শ্রীপুর প্রতিনিধি মো. রাকিবুল হাসান সংবাদ সংগ্রহের জন্য তাদের ওই এলাকায় নিয়েছিলেন। তাদের চাঁদাবাজির ঘটনাটি আমি মোবাইলের মাধ্যমে জেনেছি। তাদের ব্যক্তিগত অপরাধের দায় কখনোই প্রতিষ্ঠান করে না।
এদিকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিষয়টি জানতে চাইলে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল-মামুন বলেন, ককটেল উদ্ধারের খবরে ঘটনাস্থলে গিয়ে দোকান মালিক, সাংবাদিক ও বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়। পরে সাংবাদিকদের কথায় অসঙ্গতি পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।এ উল্লেখিত ঘটনায় হেফাজতে নেয়া সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বিষয়- গনমাধ্যম প্রশাসন অভিযোগ উদ্ধার,

 

 

সহ প্রকাশক,
এস এ আশিক
মাত‌বাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:- matribangla.com
ইউটিউব চ্যানেল:- মাতৃবাংলা ২৪ টিভি
ই-মেল:- matribanglanews@gmail.com

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost
error: এই সাইটের নিউজ কপি করা বেআইনী !!