মাতৃবাংলা ২৪ টিভির ডেস্ক রিপোর্ট:-
আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ গাজীপুর মহানগর কার্যালয় পক্ষ থেকে আমবাগ আনন্দ একতা যুব সংঘ ১০ নং ওয়ার্ড গাজীপুর মহানগর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারিখঃ-২২রমজান, গত ০৫/০৫/২০২১ইং তারিখ রোজ বুধবার বিকাল ৬টা আমাবাগ পশ্চিম পাড়া আমবাগ আনন্দ একতা যুব সংঘ কার্যালয়ে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতি ছিলেন, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ, কেন্দ্রীয় কমিটি (সহ প্রচার সম্পাদক) ও কোনাবাড়ী থানা ছাত্রলীগের (সভাপতি প্রার্থী) মোঃ-টুটুল তালুকদার ও আমবাগ আনন্দ একতা যুব সংঘ পরিচালক মোঃ হাসান সরকার এর উদ্যোগে উপস্থিতি কোনাবাড়ী থানা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ১০,১১,১২ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, উপস্থিত গাজীপুর মহানগর ১০ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, কোনাবাড়ী থানা যুবলীগ এর সভাপতি প্রার্থী মোঃ-শামীম মহাসিন, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ কোনাবাড়ী থানা সভাপতি প্রার্থী মোঃ-মাইনুল ইসলাম, ভাষা আন্দোলন পরিষদ কোনাবাড়ী থানা (সাংগঠনিক সম্পাদক) মোঃ-শুভ তালুকদার, গাজীপুর মহানগর ১০ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ-শহিদুল ইসলাম বিবিএস, আমবাগ আনন্দ একতা যুব সংঘ সদস্য ফিরোজ, খোরশেদ, শরিফ,রাকিব, বাবু,শওকত আরো অনেক এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সহ প্রকাশক,
এস এ আশিক
মাতবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:- matribangla.com
ইউটিউব চ্যানেল:- মাতৃবাংলা ২৪ টিভি
ই-মেল:- matribanglanews@gmail.com