মাতৃবাংলা ২৪ টিভির ডেস্ক রিপোর্ট:-
সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোঃ রাসেল ইসলাম !
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জনাব মোঃ রাসেল ইসলাম।
১৮ নং ওয়ার্ড যুবলীগ, গাজীপুর মহানগর।
শুভেচ্ছা বার্তায় তিনি সকল সম্পাদায়ের জন্য মঙ্গল কামনা করে বলেন _ ঈদ মানে ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলে এক সাথে পবিত্র ঈদ উল ফিতরে মিলে মিশে আনন্দে মেতে ওঠা।
ঈদ সকল সকলের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি আর আনন্দ, আসুন ধনী – গরীব মিলে মিশে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে সুন্দর জীবন কামনা করি।
বর্তমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই।
সবাই সচেতনে থাকুন সুস্থ থাকুন, ঘরে থাকুন, সরকারের আইন যথাযথ মেনে চলুন।
সহ প্রকাশক,
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ:- মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট:- matribangla.com
ইউটিউব চ্যানেল:- মাতৃবাংলা ২৪ টিভি
ই-মেল:- matribanglanews@gmail.com