Logo
শিরোনাম:
গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড গজারিয়া পাড়া বারেকের বাড়িতে এক মেয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন। গাজীপুরে TradingTech Limited কর্তিক আয়োজিত একটি প্রিমিয়াম সদস্য হিসাবে সেমিনার আইটি প্রতিযোগিতা শিশু রিদওয়ান হোসাইন নিলয়ের সুন্নতে খৎনা সম্পন্ন। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় টঙ্গীতে ১৮ ছিনতাইকারী গ্রেফতার। গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি নিহত স্কুলছাত্র হৃদয় ইসলামের লাশ বুধবার কবর থেকে তুলেছে পুলিশ। লন্ডন ক্লিনিকে’ ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের জন্য বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহীদ তোফাজ্জল হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। তীব্র শীতে কাঁপছে দেশ, বিপর্যস্ত জনজীবন।

লোমহর্ষক খুনের ঘটনায় টঙ্গী পশ্চিম থানা কর্তৃক ২ জন আসামীর গ্রেপ্তার !

মাতৃবাংলা ২৪ টিভির ডেস্ক রিপোর্ট:-

লোমহর্ষক খুনের ঘটনায় টঙ্গী পশ্চিম থানা কর্তৃক ০২ জন আসামী গ্রেফতারঃ

জাহিদুল ইসলাম (৩৫), পিতা-মৃতঃ হযরত আলী জেলাঃনেত্রকোনা, গাছা থানাধীন মালেকের বাড়িস্থ এমাজিং ফ্যাশন লিঃ এর ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। গত ০১/০৩/২০২১ খ্রিঃ তারিখ রাত ১১.৩০ ঘটিকার সময় তার অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের ঢাকায় নামিয়ে দিয়ে আসার পথে ঢাকা হইতে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাছিমপুর পিপলস সিরামিকের সামনে পৌঁছাইয়া গাড়ী হইতে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতিকারী অতর্কিতভাবে পিছনে দিক থেকে আসিয়া ভিকটিম জাহিদুল ইসলাম‘কে ঘিরিয়া ধরে এবং তাহার নিকট থাকা মালামাল ও জিনিসপত্র কাড়িয়া নেওয়ার চেষ্টা কালে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দ্বারা ভিকটিম জাহিদুল ইসলামের ডান পায়ের উরুতে ও মাথায় আঘাত করিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলের পাশেই টঙ্গী পশ্চিম থানার টহলরত পার্টি এবং পথচারী লোকজন আগাইয়া আসিলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ফোর্সসহ পথচারী লোকজনের সহায়তায় ভিকটিম‘কে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল টঙ্গী, গাজীপুর নিয়ে যায়। পরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার জাহিদুল ইসলামকে মৃত বলিয়া ঘোষনা করেন। ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ সাইফুল ইসলাম, বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন।

এরপরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ০২/০৬/২০২১ তারিখ রাত ২০.৫০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানার পুলিশ অভিযান পরিচালনা করে আসামী ১। শিপন(২৩), পিতা-ছবির সাং-ময়নারটেক থানা-দক্ষিণখান, ঢাকা মহানগর, ঢাকা দত্তপাড়া থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর দিঘীরপাড় এলাকা হইতে এবং আসামী ২। মোঃ রাব্বি(২১), পিতা-মোঃ রুবেল সাং-এরশাদনগর, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর‘কে এরশাদনগর এলাকা হইতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা জানায় ঘটনার দিন ইং ০১/০৩/২০২১ তারিখ রাত ২৩.৩০ ঘটিকার সময় রাব্বি, শিপন ও রাব্বি-২ ভিকটিমের অস্থাবর মালামাল কাড়িয়া নেওয়ার জন্য ধারালো অস্ত্র সুইচ গিয়ার চাকু দ্বারা ভিকটিমের ডান পায়ের উরুতে ও মাথায় আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। ধৃত আসামী শিপনকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ঘটনার সময় ব্যবহৃত ধারালো চাকু ঘটনাস্থল সংলগ্ন কাদেরিয়া টেক্সটাইল এর দেওয়াল সংলগ্ন পরিত্যক্ত জায়গায় তারা ঢিল মেরে ফেলে আসে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারকৃত আসামী শিপন’কে সাথে নিয়ে তথায় উপস্থিত হয়ে মামলার হত্যায় ব্যবহৃত স্টীলের তৈরি ফোল্ডিং করা ধারালো সুইচ গিয়ার (চাকু) যাহার বাটসহ লম্বা ১১ ইঞ্চি এবং ফোল্ডিং করা অবস্থায় ৪.৫ ইঞ্চি উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে অপরাপর জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

প্রকাশক
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ-মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট- matribangla.com
ইউটিউব চ্যানেল- মাতৃবাংলা ২৪ টিভি
ই-মেল- matribanglanews@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost