মাতৃবাংলা ২৪ টিভি ডেস্ক রিপোর্ট:-
জাতীয় কবি’র ১২২ তম জন্মবার্ষিকী উদযাপন।
রোজ-শুক্রবার
তাং গত ১১/০৬/২০২১ ইং তারিখে
বাংলাদেশ কালচারাল মিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কবি নজরুল ইসলাম স্মৃতি পদক ২০২১ পেয়েছেন,
সৈয়দা শাহীতাজ বারী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদিকা, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগ ।
রাজনীতি, সমাজসেবা ও নারীর আর্থ-সামাজিক উন্নয়নে তার গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ ২০২১ খ্রিস্টাব্দের কবি নজরুল স্মৃতি পদক- এ ভূষিত করে।
আয়োজনে:- বাংলাদেশ কালচারাল মিডিয়া ফাউন্ডেশন।
স্থান:-বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন ২২/২১ তোপখানা রোড ঢাকা। ১১ জুন ২০২১ খ্রিস্টাব্দ।
প্রকাশক
এস এ আশিক
মাতৃবাংলা ২৪ টিভি
আপডেট নিউজ পেতে,
পেইজ-মাতৃবাংলা ২৪ টিভি
ওয়েবসাইট- matribangla.com
ইউটিউব চ্যানেল- মাতৃবাংলা ২৪ টিভি
ই-মেল- matribanglanews@gmail.com