গরীব দুঃখী মানুষের ১৯৫ জনের সঞ্চয় জমানোর কথা বলে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছে মোঃআলাউদ্দিন (৪২) পিতা-মৃত জিরাফ উদ্দিন জিরা ! ১৬ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন,সাং পালের পাড়া , আক্তার মার্কেট এর পিছনে, থানা- বাসন গাজীপুর মহানগর গাজীপুর।
আলাউদ্দিনের নিকট সদস্যরা টাকা চাহিলে আলাউদ্দিন তালবাহানা মূলক কথা বলিয়া সময় ক্ষেপণ করে। সদস্যরা আলাউদ্দিনের বর্তমান বাসায় যাইয়া আলাউদ্দিনের নিকট সদস্যদের পাওনা টাকা চাহিলে আলাউদ্দিন সদস্যদের উপর ক্ষিপ্ত হইয়া বলে কোন টাকা পয়সা দিবেনা বলিয়া জানাইয়া পুনরায় আলাউদ্দিনের নিকট টাকা চাহিলে খুনজখম করিবে মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইবে বলিয়া হুমকি দেয় সকল সদস্যদের। তাৎক্ষণিকভাবে বিষয়টি গণ্যমান্য ব্যক্তিগণের সহিত আলোচনা করে সদস্যগণ । এবং প্রতারক আলাউদ্দিনের নামে সদস্যদের সম্মতি সদস্যগণের পক্ষ হতে একটি অভিযোগ দায়ের করা হয় ,বাসন থানা গাজীপুর মেট্রোপলিটন। যা তদন্ততাধীন অবস্থায় আছে।