নওগাঁ -৬ রানীনগর আত্রায় এম পি মোঃ আনোয়ার হোসেন (হেলাল) সাহেব ও রানী নগর উপজেলার বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ (দুলু) সাহেব কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা যানিয়েছেন রানীনগর উপজেলা আওয়ামী যুবলীগ, রানীনগর, নওগাঁ এর সিনিয়র সহ সভাপতি রাব্বী চৌধুরী।
মাতৃবাংলার সম্পাদক মোঃ মাহাবুব আলমের সাথে ফোনালাপে তিনি আরো বলেন আমাদের রানীনগর ও নওগার চোখের মনি আমাদের এম পি আনোয়ার হোসেন (হেলাল) সাহেব , আমাদের এম পির জন্য আমাদের নওগা জেলা অনেক এগিয়ে গেছে আমি তার জন্য প্রান থেকে ধন্যবাদ যানাচ্ছি । এবং আমি আরো ধন্যবাদ যানাচ্ছি আমাদের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ (দুলু) সাহেব কে যার জন্য আমাদের রানী নগর উপজেলায় কোন সন্ত্রাসবাদী কার্জক্রম নেই , মানুষ শান্তিতে বসবাস করতে পারছেন।