কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান মা হওয়ার আগে থেকেই তাকে নিয়ে নানা কথা হ’চ্ছিল। সন্তানের বাবার নাম প্র’কাশ না করায় বেশ বিত’র্কে পড়তে হয়েছে তাকে। তবে নুসরাতের কোলে ফুটফু’টে পুত্রসন্তান আসার পর তাকে শুভে’চ্ছায় জানিয়েছেন অনেক তারকা। তাদের দলে রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও।
শ্রীলেখা সদ্য মা হওয়া এই তারকার সা’হসকেও সম্মান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘রাজনৈতিক অবস্থান আলা’দা হওয়ায় অনেক সময়েই নুসরাতকে নানা কারণে সমালোচনা করেছি। কিন্তু এবার নুসরাতের সাহসকে স’ম্মান জানাতে হয়। সমাজের সম’স্ত নিয়মকে বুড়ো আ’ঙুল দেখিয়ে মা হয়েছেন নুসরাত, তাও আবার বিনা কোনো বিয়ে বন্ধনে! মা এবং সন্তানের জন্য অনেক শুভেচ্ছা।