বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় ঘোড়াশালে পালিত হয়েছে মানববন্ধন।
বুধবার দুপুর ১২টায় উপজেলা কার্যালয়ের সামনে ঘোড়াশাল সাংগঠনিক জেলা কমিটির ব্যানারে এই মানববন্ধন পালিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ঘোড়াশাল সাংগঠনিক জেলা কমিটি ও অন্যান্য পেশাজীবী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে আইডিইবি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র ইউনিটের সভাপতি মোঃ আজহারুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এএফএম জাহিদ হাসান, জেলা কমিটির সদস্য সচিব মোঃ ইমরান হোসেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র ইউনিটের সাধারণ সম্পাদক রানাকান্ত দাশ, জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ জুবায়ের হোসেন, মোঃ আরিফুল ইসলাম, শিহাব উদ্দিন, সোহেল রানা, সোহেল সামাদ, সোহেল খান, আরিফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আর্ন্তজাতিক মানের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রুপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ,ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট, ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন, বিএনবিসি-২০২০’র জনস্বার্থবিরোধী সংঙ্গা ও ধারা-উপধারা সংশোধন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ও নির্দেশিত বিষয়াবলী দ্রুত বাস্তবায়নসহ দেশের বৃহৎ কল্যাণে চার দফার যৌক্তিকতা তুলে ধরেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়সহ ৪টি মন্ত্রণালয়ে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।