Logo
শিরোনাম:
গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর চৌরাস্তা ময়মনসিংহ রোটে ট্রাকের নিচে মটর সাইকেল। গাজীপুর মহানগরীর সামান্তপুরে এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। গাজীপুরে গজারিয়া পাড়া বস্তবাড়িতে আগুন লেগে ৫ টি ঘর পুড়ে ছাই। গাজীপুরের ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর চৌরাস্তা   ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে। গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক করেছে ব্যাব-১। গাজীপুর শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন শ্রীপুর উপজেলা প্রশাসন। ২২ নং ওয়ার্ড বাংলাবাজারে রমজান মাসে চলছে অবৈধ মেলার রমরমাট ব্যবসা। কলেজে প্রবেশের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণ করার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ

ঘোড়াশালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবিতে মানববন্ধন ও ৪ মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় ঘোড়াশালে পালিত হয়েছে মানববন্ধন।

বুধবার দুপুর ১২টায় উপজেলা কার্যালয়ের সামনে ঘোড়াশাল সাংগঠনিক জেলা কমিটির ব্যানারে এই মানববন্ধন পালিত হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ঘোড়াশাল সাংগঠনিক জেলা কমিটি ও অন্যান্য পেশাজীবী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে আইডিইবি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র ইউনিটের সভাপতি মোঃ আজহারুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এএফএম জাহিদ হাসান, জেলা কমিটির সদস্য সচিব মোঃ ইমরান হোসেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র ইউনিটের সাধারণ সম্পাদক রানাকান্ত দাশ, জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ জুবায়ের হোসেন, মোঃ আরিফুল ইসলাম, শিহাব উদ্দিন, সোহেল রানা, সোহেল সামাদ, সোহেল খান, আরিফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আর্ন্তজাতিক মানের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রুপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ,ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট, ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন, বিএনবিসি-২০২০’র জনস্বার্থবিরোধী সংঙ্গা ও ধারা-উপধারা সংশোধন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ও নির্দেশিত বিষয়াবলী দ্রুত বাস্তবায়নসহ দেশের বৃহৎ কল্যাণে চার দফার যৌক্তিকতা তুলে ধরেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়সহ ৪টি মন্ত্রণালয়ে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost
error: এই সাইটের নিউজ কপি করা বেআইনী !!