গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গৌরবময় সেবার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাসন থানা কর্তৃক কেক কেটে উদযাপন করেন, সততার সাথে সর্বক্ষণ কাজ করে যাচ্ছে বাসন থানা পুলিশ।
গাজীপুর মেট্রো বাসন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ : মালেক খসরু খান, এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ: জাহাঙ্গীর আলম, এ সময় তাঁরা বক্তব্যে বলেন বাসন থানা পুলিশ সর্বক্ষণ জনগনের সেবায় কাজ করে যাবে। এবং বাসন থানার দরজা সর্বক্ষণ এলাকার মানুষের জন্য সর্বক্ষণ খোলা থাকবে গৌরবময় সেবায় ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাসন থানার সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্ত ভাবে কাম্য পুলিশিই জনতা জনতাই পুলিশ,
বাসন থানার সম্মানিত ইনচার্জ মোহাম্মদ : মালেক খসরু খান, অত্র থানায় জয়েন করার সাথে সাথেই মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস কঠোর হস্তে দমন করেছেন। বাসন থানা এরিয়ার ভিতরে অপরাধ অনেকটা কমে এসেছে। বাসন থানার অফিসার ইনচার্জ মালেক খসরু খান একজন অত্যান্ত দক্ষ যোগ্যতা সম্পন্ন অফিসার ইনচার্জ এবং ব্যক্তিগতভাবে ওনি একজন মিশুক মনের মানুষ। আলহামদুলিল্লাহ
উনার সার্বিক মঙ্গল ও পদোন্নতি কামনা করি– ———শুভেচ্ছা ও অভিনন্দন ———-।
মাতৃবাংলা নিউজ
সম্পাদক : সাকিল হাসান পাপ্পু