বাল্য বিবাহের কুফল
একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন মা।বলেছিলেন প্রখ্যাত মনিষী ও দার্শনিক নেপালিয়ান বোনাপার্ট। অথচ আজ এই একুশ শতকে এসেও বাংলাদেশের ৬৬% মেয়ে এখনো শিক্ষা থেকে বঞ্চিত, যার প্রধান কারন বাল্যবিবাহ। আগামী প্রজন্মে সুস্থ ভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠতেও বাল্য বিবাহ একটি বড় বাধা।