জ্বালানি তেলের দাম না কমলে পরিবহন ধর্মঘট চলবে
জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্যরা।
ট্রাক কাভার্ডভ্যান মালিক শ্রমিক এসোসিয়েশন শনিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ সময় তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তেলের দাম কমানো না হলে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে না।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।
৩ নভেম্বর সরকার ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়, যা ওই দিন রাত ১২টা থেকে কার্যকর হয়। এদিকে, তেলের মূল্য কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা এ ধর্মঘট শুরু করেছেন। পরেরদিন বৃহস্পতিবার এলপি গ্যাসের দামও বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।