প্রেমিকার সামনেই বুকে ছুরি বসালেন যুবক
রাজশাহীতে প্রেমিকার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে নিজের বুকে ছুরি মেরে বুলবুল আহমেদ (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত বুলবুল আহমেদ রাজশাহীর পুঠিয়া উপজেলার নওপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুরে লক্ষ্মীপুর মোড়ের মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁয় যান প্রেমিক যুগল। সেখান থেকে পার্সেলে খাবার নিয়ে বের হওয়ার পর দুজন বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বুলবুল আহমেদ নিজের পকেট থেকে ছুরি বের করে বুকে বসিয়ে দেন। পরে স্থানীয়রা দ্রুত রামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।