তেঁতুলিয়ায় ইউপি নির্বাচনে কুপোকাত আওয়ামী লীগ
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাত ইউপির মধ্যে মাত্র দুটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি পাঁচ ইউপিতেই আ.লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ ও গণনা শেষে রাত সাড়ে ১১টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলী হোসেন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়, এবারের ইউপি নির্বাচনে বিএনপি অংশ না নিলেও দলের রাজনীতির সঙ্গে জড়িত তিন প্রার্থী তিন ইউপিতে বিজয়ী হয়েছেন।
উপজেলার সাত ইউপির মধ্যে তিরনই হাটে ৬ হাজার ২২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আলমগীরের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দানিয়েল হোসেন পেয়েছেন ৫ হাজার ২১২ ভোট।
বুড়াবুড়ি ইউপিতে বিএনপি নেতা তারেক হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি ৩ হাজার ৩১৫ ভোট পেয়ে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান ২ হাজার ৮৬৬ ভোট পেয়েছেন।
এদিকে ভজনপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা মসলিম উদ্দীন ৪ হাজার ৯৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক বিএনপি নেতা মকসেদ আলী পেয়েছেন ২ হাজার ৭০০ ভোট।
বাংলাবান্ধা ইউপিতে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী কুদরত-ই-খুদা ৬ হাজার ১৭৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুল আলম পেয়েছেন ২ হাজার ৮৩৮ ভোট।
দেবনগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছলেমান আলী ৪ হাজার ৩৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা মহসিন-উল-হক ৩ হাজার ৫৩৮ ভোট পেয়েছেন।
এ ছাড়া তেঁতুলিয়া সদর ও শালবাহান ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তেঁতুলিয়া সদরে নৌকার প্রার্থী মাসুদ করিম সিদ্দিকী ৬ হাজার ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা শাহাদাৎ হোসেন পেয়েছেন ৩ হাজার ৭৮৫ ভোট।
শালবাহানে ৭ হাজার ৩৭১ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৩ হাজার ৩১ ভোট নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতা মতিয়ার রহমান নৌকা প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী।