গত ১৬/১১/২০২১ ইং দিন আনুমানিক ৩:৪৫ ঘটিকার সময়। গোপন সংবাদের ভিতিতে জানতে পারে যে গাছা থানাধীন ডেগেরচালা নার ফ্যাক্টরি সামনে পাকা রাস্তার, উপর মাদকদ্রব্য ইয়াবা টেবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। তাৎক্ষণিক ভাবে এস আই উৎপল এএসআই মোঃজসিম উদ্দিন সঙ্গীয় কং/২৭২ বদরুজ্জামান খান।বিষয়টি অফিসার ইনচার্জ কে জানায় তাৎক্ষণিক অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছালে।আসামি ০১/মোঃজাহাঙ্গীর আলম মোল্লা, (২৭)পিতা মৃত নুরুল ইসলাম, সাং মোল্লাবাড়ি ঘুঘুমারী,থানা -রৌমারী, জেলা -কুড়িগ্রাম,ধৃত চার্জ করলে উপস্থিত সাক্ষীগণের সামনে তাহার দেহ তল্লাশি করা হলে ৮০০পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রয়ের ৪৫০০০হাজার টাকা উদ্ধার করে।গাছা থানার এএসআই মোঃ জসিমউদ্দিন বাদী হয়ে এজাহার দায়ের করিলে। অফিসার ইনচার্জ অত্র মামলা রুজু করেন। গাছাথানার মামলা নং ১৭ তাং১৬/১১/২১ ইং ২০১৮ সনের মাদবদ্রব্য আইন ৩৬(১)এর ১০(ক)রুজি হয়।অফিসার কে জিজ্ঞেস করলে জানা যায় তার বিরুদ্ধে আরো মামলা আছে রৌমারী থানার মামলা নং ০১(১১)২০১৮,১৪(০২)২০১৯।