গাজীপুর আওয়ামী লীগের বহিস্কৃত নেতা জাহাঙ্গীর আলমের জায়গায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ আতাউল্লাহ মন্ডলকে তিনি মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক পদ শুন্য হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মোঃ আতাউল্লাহ মন্ডলকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী এক নম্বর যুগ্ন সাধারন সম্পাদকের এই দায়িত্ব পাওয়ার কথা রয়েছে।
তবে দলীয় একটি মহল প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলকে অসুস্থ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবে না বলে প্রচার করে আসছিল।
মাতৃবাংলা
গাজীপুর পতিনিতি
মোঃআলীহোসেন