পূর্ব ঘোষণা অনুযায়ী নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের উপর অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। (১ডিসেম্বর) বুধবার বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন আশ -পাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকে দিচ্ছেন।
এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার (৩০নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি পালন করছি।
গতকালই আমাদের ঘোষণা ছিল আজ বেলা ১১টা থেকে একই দাবিতে আন্দোলনে নামব।
পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আন্দোলনে নেমেছে।
শিক্ষার্থীদের জন্য যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ হবে না আন্দোলন আমরা চালিয়ে যাবো।