আগামীকালের মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসোজন্য মূলক বক্তব্য দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা: মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাতে তার বাসভবনে তথ্য-সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।পরে ডা:মুরাদ হাসান কে আজ সোমবার রাত ৮টায় বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে ।
এদিকে বেশ কিছুদিন ধরে নানা বিষয়ে বিতর্কিত কথা বলে আলোচনা ও সমলোচনার শীর্ষে ছিলেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দায়িত পালন করা জামালপুর ৪ আসনের সংসদ সদস্য ডা: মুরাদ হাসান।
সবশেষে এক চিত্রনায়িকা সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়।মুহূর্তের মধ্যে ফাঁস হওয়া ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে দেশের বেশ কিছু রাজনৈতিক ব্যক্তির বিষয়ে ও কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচিত হন ডা: মুরাদ হাসান।
একটি টকশোতে নারীবিদ্বেষী মন্তব্যের ব্যাপক সমালোচনার শিকার হন তথ্য-সম্প্রচার প্রতিমন্ত্রী।