রাজধানীর পল্টন এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা(ডিবি-মতিঝিল) পুলিশ।
গ্রেপ্তারের নাম মোঃ রুবেল ওরফে রুবেল ডাইভার।
সোমবার( ১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পল্টনের শেল ট্রেড টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার( এডিসি) মোঃআব্দুল্লাহ আল মামুন।
তিনি জানায় ইয়াবা বিক্রির জন্য পল্টন মডেল থানা ভিআইপি রোডের শেল ট্রড টাওয়ারের সামনে এক ব্যক্তির অবস্থান করেছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাতখনই তাকে চেক করে তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা পায় পরে রুবেলকে গ্রেপ্তার করে।
এডিসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন গ্রেফতার রুবেল কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
রুবেলের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
মাতৃবাংলা
রাজধানীর খবর