Logo
শিরোনাম:

ফুলপুরে যৌতুকের জন্য স্ত্রী খুন, স্বামী আটক।

ময়মনসিংহের ফুলপুরে সুফিয়া বেগম (২১) নামে এক স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করে খুন করেছে আবু সাঈদ বাবু (২৫) নামে এক স্বামী। এ ঘটনায় স্বামী আবু সাঈদ বাবুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ভাইটকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শেরপুরের নকলা উপজেলার দড়িতেঘড়ি গ্রামের জহির উদ্দিনের মেয়ে সুফিয়া বেগমের ৩ বছর আগে ফুলপুর উপজেলার ভাইটকান্দি পূর্বপাড়া গ্রামের বদরুল আমিনের ছেলে আবু সাঈদ বাবুর সাথে বিয়ে হয়।

তাদের ৯ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

ফুলপুর থানার এসআই জহিরুল হক জানান, বিয়ের পর থেকে বিভিন্ন সময় বাবু যৌতুকের জন্য তার স্ত্রী সুফিয়াকে মারধর করতো। একই ঘটনায় আজ মারধর করলে সুফিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী জানান, এ ঘটনায় স্বামী আবু সাঈদ বাবুকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আর ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

মাতৃবাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost
error: এই সাইটের নিউজ কপি করা বেআইনী !!