শুক্রবার (৪ মার্চ) দুপুর দুইটার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে ফায়ার সার্ভিসে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ হোসেন কমপ্লেক্সের ৪র্থ তলায় আগুন লাগার খবর পাই দুপুর সাড়ে বারটার দিকে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর দুইটার দিকে।
তিনি আরো বলেন, কীভাবে আগুন লাগছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুন কত টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।