করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে প্রাক-প্রাথমিক স্তরের ক্লাস বন্ধ ছিল। সংক্রমণ কমায় টানা দুই বছর পর মঙ্গলবার (১৫ মার্চ) থেকে এ স্তরের ক্লাস শুরু হয়েছে। তবে ক্লাস চালু হলেও এখনই প্রতিদিন ক্লাসে আসবে না প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুরা। সপ্তাহে দুই দিন (রোববার ও মঙ্গলবার) ক্লাসে অংশ নেবে তারা।