রাত জেগে ইবাদত-বন্দেগি, জিকির, ধর্মীয় আলোচনা, মিলাদ ও নফল নামাজ আদায়ের মাধ্যমে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার (১৮ মার্চ) রাতে গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওর্য়াড ঘুরে দেখা যায় প্রতিটি মসজিদই মুসল্লিতে পরিপূর্ণ। আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ ও মোনাজাতের মাধ্যমে রাত কাটাচ্ছেন মুসল্লিরা।
এশার নামাজ আদায়ের পর থেকেই শুরু হয় ধর্মীয় আলোচনা। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে মুসলমানদের দায়িত্ব-কর্তব্য ও ইসলামী জীবনচরিত সম্পর্কে আলোকপাত করেন খতিব। আল্লাহর সন্তুষ্টি অর্জনে কায়মনোবাক্যে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
কোনো মসজিদে আবার আয়োজন রাতভর। ফজরের নামাজ আদায়ের পর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শবে বরাতের আনুষ্ঠানিকতা।