অকারণে অস্থির পিয়াজের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের পাওাই খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ৮ থেকে ১২ টাকা।সাধারণ ব্যবসায়ীদের দাবি – কোরবানি সামনে রেখে
পর্যাপ্ত পিয়াজ মজুদ রয়েছে। কারসাজি করে অস্তির করে তোলা হয়েছে পিয়াজের।
পতিনিধি
চট্টগ্রাম