Logo
শিরোনাম:
বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজের নেতৃত্বে বাসন থানা বিএনপি এখন ঐক্যবদ্ধ ও শক্তিশালী। গাজীপুরে হারিকেন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ। বিদেশে পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা আত্মসাৎ করেন প্রতারক দেলোয়ার। বরকতময় রাত শবে বরাতের ফজিলত। মোজাম্মেলের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩৫। গাজীপুরে শহীদ সাইফুল ইসলাম (সেকুল) স্মরণে দোয়া মাহফিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গাজীপুর ডিসি অফিসের সামনে দুর্বৃওের গুলি। গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাটপার সিটারদের জন্ম এই গাজীপুরের মাঠিতে হবে না ইনশাআল্লাহ” (আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ)। গজারিয়াপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার ১৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৭২৮

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে ১ হাজার ৭২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় মারা যান সাতজন। এ সময়ে ১ হাজার ৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১০ হাজার ২২৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮৯। আগের দিন এ হার ছিল ১৬ দশমিক ৭৪।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে চারজনের মৃত্যু হয়েছে, তাঁদের তিনজনই ঢাকা বিভাগের। একজন চট্টগ্রাম বিভাগের। চারজনের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে।

করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে সংক্রমণ কমে আসায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তুলে নেওয়া হয় করোনাকালীন বিধিনিষেধ। ২৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০০-এর নিচেই ছিল। এর পর থেকে তা বেড়েছে।

সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮৫ জনের।

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost