ব্যবসায়ীদের কাছে ‘জমজমাট বেচাকেনার মৌসুম’ বলতে প্রধানত বোঝায় দুই ঈদ। তাই বছরজুড়ে ঈদকে ঘিরেই থাকে তাঁদের অপেক্ষা আর ব্যস্ততা। ঈদের সময়টায় পণ্য বিক্রি করেই অনেক দোকানি সারা বছরের চলার পুঁজি জোগাড় করে রাখেন। তাই ঈদের আগের প্রতিটি দিন তাঁদের কাছে মূল্যবান। চাঁদরাত পর্যন্ত তো বটেই, এমনকি ভোররাত পর্যন্ত চলে বিকিকিনি। ফুসরত মেলে না দোকানি-কর্মচারীদের। রাজধানীর নিউ মার্কেটে পোশাকের দোকান-মালিক জাকির হোসেন তেমনই একজন।
‘সারা বছর যা বিক্রি করি, তার বেশির ভাগই হয় দুই ঈদের সময়। তাই ঈদের আগের রাতে ভোররাত পর্যন্ত দোকান খোলা রাখি। শেষ সময়েও অনেক কাস্টোমার পাই। বিক্রিবাট্টা শেষ করতে করতে ভোরের আলো ফুটে যায়।’ ঈদকে ঘিরে ব্যবসায়িক ব্যস্ততার কথা এভাবেই বলেন জাকির হোসেন।